সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে লালমনিরহাটে সংবাদ সম্মেলন


প্রকাশ :

বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের এসোসিয়েশন কার্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি আব্দুল হাকিম লিখিত বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে সরকারের কাছে কয়েকটি যৌক্তিক দাবি জানানো হয়েছে। এর মধ্যে প্রধান দাবি হলো— ডিলারদের পরিবহন খরচ ও বিক্রয় কমিশন বৃদ্ধি করা। তিনি উল্লেখ করেন, একাধিকবার জ্বালানির দাম বাড়লেও পরিবহন খরচ বাড়ানো হয়নি। একইভাবে ব্যাংক সুদ, গুদাম ভাড়া, কর্মচারীর বেতন, লোড-আনলোডসহ অন্যান্য খরচ বেড়েছে, কিন্তু বিক্রয় কমিশন সমন্বয় হয়নি।

এ সময় তিনি বিদ্যমান ডিলারশিপ বহাল রাখার জোর দাবি জানান। তার বক্তব্যে উঠে আসে, একই পরিবারে বাবা-ছেলে, স্বামী-স্ত্রী বা ভাই-ভাই আলাদা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে এবং সরকারের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে পারলে তাদের ডিলারশিপ বাতিল করার সুযোগ নেই।

আব্দুল হাকিম আরও বলেন, ১৯৯৫-৯৬ সাল থেকে বিসিআইসি ডিলাররা সরকার নির্ধারিত নিয়মে ব্যবসা পরিচালনা করে আসছেন। ইউরিয়া সারের সরকারি মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও বর্তমানে বাজারে তা ১ হাজার ২৯০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ দাম বৃদ্ধি পায়নি। অথচ ননইউরিয়া সারের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে, যা চিন্তার বিষয়।

তিনি আরও জানান, কৃষক পর্যায়ে সরকার ভর্তুকি মূল্যে সার সরবরাহ করে থাকে। এই ভর্তুকি সারের ওপর কোনোভাবেই উৎসে কর আরোপ করা যাবে না। তা হলে বাজারে অস্থিরতা সৃষ্টি হবে এবং স্থানীয় পর্যায়ে দাম বেড়ে যাবে।

সংবাদ সম্মেলনে জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম বাদল, নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।