সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশ :

লালমনিরহাটে মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি লালমনিরহাট থানা পুলিশ মাদকদ্রব্যসহ কয়েকজন আসামিকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা নং-১০ দায়ের করা হয়। মামলায় এজাহারভুক্ত আসামি মো. আবু মুসা শুভ (৩০), পিতা মৃত আব্দুল কাদের, সাং ভুইয়াপাড়া, থানা খিলগাঁও, জেলা ঢাকা পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষ আদালতে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১৩(গ) অনুযায়ী ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারের অভিযোগ আনা হয়েছিল।