বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতিবান্ধায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২


প্রকাশ :

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে র‌্যাব-১৩ এর অভিযানে ২০.৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২ জুলাই সন্ধ্যায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই ইউনিয়নের পূর্ব কদমা এলাকার অভিযান চালায়।  এসময় মোজাম্মেল হকের ছেলে সুজন মিয়া (২২), আইয়ুব আলীর ছেলে মতিউল (৩১) কে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।