চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসনবিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট **(http://bpsc.teletalk.com.bd)**-এ প্রকাশ করা হবে।
৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে ২০২৩ সালে ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ পেয়েছিলেন।
এই বিসিএসে অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন ও ফি জমাদানের সময়সীমা ছিল ২০২৫ সালের ১ জুন সকাল ১০টা থেকে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত।
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা মোট ৩০০ নম্বরের হবে। এর মধ্যে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে।
এমসিকিউ অংশে প্রার্থীদের দুইটি ভাগে পরীক্ষা দিতে হবে:
পেশাগত বিষয়: ১০০ নম্বর
সাধারণ বিষয়: ১০০ নম্বর
সাধারণ বিষয়ের নম্বর বণ্টন নিম্নরূপ:
বাংলা – ২০
ইংরেজি – ২০
বাংলাদেশ বিষয়াবলি – ২০
আন্তর্জাতিক বিষয়াবলি – ২০
গাণিতিক যুক্তি – ১০
মানসিক দক্ষতা – ১০
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে কমপক্ষে ৫০ নম্বর পেতে হবে।