রংপুরে মা ও শিশুদের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্যাথলজিক্যাল ল্যাবের উদ্বোধন হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে হাসপাতালে এর উদ্বোধন করেন, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আশরাফী আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবার-পরিকল্পনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল,পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডাঃ সুলতান আহমেদ, ডাঃ সোহেল হাবীব, ডাঃ রফিকুল ইসলাম তালুকদার, জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ নাসির আহমেদ, ডাঃ আনম মোস্তফা কামাল মজুমদার, সহকারী পরিচালক শাহ মোঃ নুরসহ অন্যরা।
এ সময় পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আশরাফী আহমেদ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের সাথে কথাবলেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। কৈকার অর্থায়নে সেভ দ্যা চিলড্রেনের কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদশ কর্তৃক বাস্তবায়িত জননী প্রকল্পের মাধ্যমে এ কেন্দ্রে।উদ্বোধন হওয়া ল্যাবে রোগীরা বিনা মূল্যে হিমোগ্লোবিন, রক্ত পরীক্ষা, ব্লাডসুগার পরীক্ষা, প্রসার পরীক্ষা, প্রেগনেন্সি টেস্টসহ মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন।
পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আশরাফী আহমেদ বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় আজ এ কেন্দ্রে প্যাথলজিক্যাল ল্যাবের উদ্বোধন হয়েছে। আমাদের লক্ষ্য মা ও শিশুর মৃত্যুরহার কমানো। আমরা সকলে মিলে কাজ করলে এ প্রচেষ্টায় সফল হবো। রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারীর পাশাপাশি সিজারের মাধ্যমে বাচ্চা হচ্ছে। আমরা এ কেন্দ্রসহ জেলার সকল কেন্দ্রে সেবার মানবৃদ্ধিতে কাজ করবো।