বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

এইচএসসি পরীক্ষার হলে উত্তরপত্র নিয়ে পালাল পরীক্ষার্থী


প্রকাশ :

পিরোজপুরের ইন্দুরকানীতে এইচএসসি পরীক্ষার হল থেকে ইংরেজি প্রথমপত্রের উত্তরপত্র নিয়ে পালিয়েছে ফারদিন খলিফা (১৮) নামে এক পরীক্ষার্থী। মঙ্গলবার (১ জুলাই) উপজেলার এফ করিম আলিম মাদ্রাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং দায়িত্বরত দুই কক্ষ পরিদর্শককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। কক্ষ পরিদর্শক চঞ্চল কুমার হালদার জানান, “ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা শেষে ৫ নম্বর কক্ষে ফারদিন খলিফা নামে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে আমাদের অগোচরে তা নিয়ে কেন্দ্র থেকে পালিয়ে যায়। পরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের তার বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়।”

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহম্মেদ বলেন, “বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে বোর্ড চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার করে। বোর্ডের নির্দেশে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বরত দুই কক্ষ পরিদর্শককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারদিন খলিফার কাছ থেকে উত্তরপত্র উদ্ধার করেছে। পরে বোর্ড কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”