বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা-মা


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে মাদকাসক্ত যুবক ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা- মা। ওই ছেলের নাম রাকিবুজ্জামান রাকিব (২৪)। 

সোমবার (৩০ জুন) দুপুরে বাবা সরাসরি পুলিশকে অভিযোগ করলে পাটগ্রাম থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাকিব পাটগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রেলওষ্টেশন এলাকার বাসিন্দা সফিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক। 

পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক সেবনের অভিযোগে রাকিবুজ্জামান রাকিবকে  ছয়মাসের কারাদণ্ডসহ ৫০০ টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  উত্তম কুমার দাশ।  

বাবা সফিয়ার রহমান ও মা আমিনা বেগম বলেন, ছেলে রাকিবকে বারবার মাদক সেবনে বাধা করলেও সে প্রতিনিয়ত মাদক সেবন করে। এতে তাঁর (ছেলের) স্ত্রী ও সন্তান অতিষ্ঠ। সে মাদকের টাকার জন্য সব সময় কলহ-বিবাদ করে। তাই পুলিশকে খবর দিয়ে তুলে দিয়েছি। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, মাদক নির্মূলে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহতভাবে চলমান থাকবে।