বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে তথ্য অফিসের উদ্যোগে ৬০৯টি জনসচেতনতা মূলক প্রচার কার্যক্রম বাস্তবায়ন


প্রকাশ :

রংপুর জেলা তথ্য অফিস ৬০৯টি জনসচেতনতা মূলক প্রচার কার্যক্রম চলতি অর্থবছরে বাস্তবায়ন করেছে। এর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় বাস্তায়িত প্রামাণ্যচিত্র প্রদর্শনী ১৬০টি, উঠান বৈঠক ১৮টি, নারী সমাবেশ ২০টি, সড়ক প্রচার ২‘শ ইউনিট (প্রতি ইউনিট ২ ঘণ্টা), উদ্বুদ্ধ করণ সংগীতানুষ্ঠান ২৬টি, অনলাইনে জনসচেতনতা মূলক বার্তা ৫০টি, ৪র্থ শিল্প বিপ্লব-এসডিজি বিষয়ক আলোচনা সভা ২টি, ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান ১টি ও শিশু, কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ বিষয়ক অনুষ্ঠান ১টি ।

এছাড়া ২০২৪-২০২৫ অর্থবছরে রংপুর জেলা তথ্য অফিস দুটি প্রকল্পের আওতায় বিভিন্ন প্রচার কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর মধ্যে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রামাণ্যচিত্র প্রদর্শনী ৩১টি, উঠান বৈঠক ১৫টি, কমিউনিটি সভা ১৩টি ও উদ্বুদ্ধকরণ পল্লীসংগীত ১৬টি। ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এইচপিভি ভ্যাকসিনেশন বিষয়ে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রামাণ্যচিত্র প্রদর্শনী ১৫টি, ওরিয়েন্টেশন কর্মশালা ১টি ও পথপ্রচার ১২টি।    

উল্লিখিত প্রচার কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড,নারীর আত্মকর্মসংস্থান, গুজব প্রতিরোধে করণীয়, মুক্তিযুদ্ধের চেতনা ও জীবনমান উন্নয়ন-সংক্রান্ত বার্তা জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করছে।