বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের দুই শিক্ষার্থী বিশ্ব স্কুল গলফ চ্যাম্পিয়ন শীপে মরক্কো যাচ্ছে


প্রকাশ :

রংপুরের দুই শিক্ষার্থী বিশ্ব স্কুল গলফ চ্যাম্পিয়ন শীপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মরক্কো যাচ্ছে। রবিবার (২৯ জুন) দিমিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেন ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এ সময় তিনি প্রতিযোগিতায় অংশ নেয়া দিমিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ফাওজিয়া ইসলাম মুন ও সপ্তম শ্রেণির ছাত্র আবদুল্লাহ রাফিয়ান কাইয়ুমকে শুভেচ্ছা জানানো সহ তাদের হাতে মরক্কোর টিকেট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়ান স্কুল স্পোটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল হাসান, দিমিলিনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল জিএম শামসুজ্জামান, রংপুর গলফ ও কান্ট্রি ক্লাবের প্রশিক্ষক ফরিদুল ইসলাম।

বক্তারা বলেন, আগামী ১৪ থেকে ২১ জুলাই পর্যন্ত মরক্কোতে অনুষ্ঠিতহবে বিশ্ব স্কুল গলফ চ্যাম্পিয়ন শীপ। সেখানে বাংলাদেশের হয়ে দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। এটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তথা রংপুরসহ সারাদেশের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি এই শিক্ষার্থীরা তাদের দক্ষতার পরিচয় দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে মর্যাদা আরও বাড়িয়ে তুলবে।