বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কমপ্লিট শাটডাউনে বুড়িমারী বন্দরে কার্যক্রম বন্ধ, প্রতিদিন রাজস্ব ক্ষতি অর্ধকোটি টাকা


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) কর্মকর্তা-কর্মচারীরা টানা কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করছে। পূর্বঘোষিত এ কর্মসূচীর কারণে বন্ধ রয়েছে সকল প্রকার আমদানি-রপ্তানি। এতে এ স্থলবন্দরের ওপর নির্ভরশীল ব্যবসায়ী ও শ্রমিকেরা পড়েছে ক্ষতির মুখে। প্রতিদিন সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় অর্ধকোটি টাকা।  

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচী চলমান রয়েছে। এ কারণে শনিবার সারাদিন ও রোববার (২৯ জুন) সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।  

রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস ও বন্দরের কার্যালয় গুলোতে শুনশান নিরবতা এবং কর্মব্যস্ত এ বন্দরটি পড়ে রয়েছে একদম ফাঁকা অবস্থায়।   

এ স্থলবন্দরের বিপরীতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে বহু পণ্যবাহী ট্রাক প্রবেশের অপেক্ষোয় পড়ে আছে বলে ব্যবসায়ীরা জানায়। আটকে পড়া গাড়ির পণ্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শত শত ব্যবসায়ী। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় মোটা অংকের লোকসানের আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থলবন্দরের ইয়ার্ডে (মাঠে) ভারত থেকে আসা ১৪ টি পণ্যবাহী গাড়ি শুল্কায়ন না হওয়ায় ও স্থলবন্দরের সড়কে রপ্তানি পণ্য নিয়ে দুইটি ট্রাক গত তিনদিন ধরে পড়ে রয়েছে। এতে ওই গাড়ির চালকেরা নানান সমস্যায় পড়েছে। 

অপরদিকে এ স্থলবন্দরের কাজের উপর নির্ভরশীল কয়েকহাজার শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েছেন। এতে জীবন-যাপন নিয়ে তাদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। 

বুড়িমারী স্থলবন্দরের পণ্য খালাস ও বোঝাইয়ের কাজে নিয়োজিত শ্রমিক মইদুল ইসলাম বলেন, ‘কাস্টমের লোকজন কোনো কাজ করছেনা, এজন্য গাড়িও আসছেনা। বন্দরে কাজের অপেক্ষায় বসে আছি। কাজ না করলে সংসার চালাবো কিভাবে?’   

এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘দুইদিন ধরে কমপ্লিট শাটডাউন চলছে, কর্যক্রম বন্ধ আছে। আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফের কাজকর্ম বন্ধ আছে। অবশ্যই ক্ষতি এটা। আমরা চাই দ্রুত সমাধান হউক।’  

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশার (এসি) রাহাত হোসেন বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচীর কারণে শুল্কায়ন পুরোদমে বন্ধ থাকায় আমদানি-রপ্তানি হচ্ছেনা। কর্মসূচী প্রত্যাহার হলে পূর্বের মত কার্যক্রম চলবে।’