বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বুড়িমারী কাস্টমসে ‘কমপ্লিট শাটডাউন’, বন্ধ আমদানি-রপ্তানি


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশন (কাস্টমস) কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে শনিবার (২৮ জুন) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এতে বন্দর-নির্ভর ব্যবসায়ী ও শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে সারাদেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে বুড়িমারী কাস্টমস কর্তৃপক্ষও সকল কার্যক্রম বন্ধ রেখেছে।

তবে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট (পাসপোর্টধারী যাত্রী পারাপার) স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম।

সরেজমিনে দেখা গেছে, কাস্টমস ও বন্দর কার্যালয়ের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বুড়িমারী স্থলবন্দর এবং ভারতের বিপরীতে থাকা চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে আটকে গেছে বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক। এসব ট্রাকের অনেকটিতে পচনশীল পণ্য থাকায় দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। বন্ধের ফলে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।

এছাড়া বন্দরের ওপর নির্ভরশীল দিনমজুর ও শ্রমিকদের কাজ না থাকায় তারা হয়েছেন কর্মহীন। আয় বন্ধ হয়ে যাওয়ায় জীবনযাপনে দেখা দিয়েছে চরম সংকট।

বুড়িমারী কাস্টমসের কর্মকর্তারা জানান, এটি কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ চলবে।

এ বিষয়ে বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন বলেন, “এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতি চলছে। এতে কাস্টমস কার্যালয়ে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।”