র্যাব-১৩-এর মাদকবিরোধী অভিযানে লালমনিরহাট সদর থানাধীন এলাকা থেকে ৩২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেট কারও জব্দ করা হয়।
শুক্রবার (২৭ জুন) বিকেল র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন এলাকায় অভিযান চালায়। অভিযানে টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, আটক ব্যক্তি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সোনাই কাজী গ্রামের মৃত কান্দুরা মাহমুদের ছেলে মো. মুক্তা (৪২)। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দেশ থেকে অবৈধভাবে মাদক এনে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানায় র্যাব। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।