বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কিশোরগঞ্জে মারা গেলেন ‘শেষ ঠিকানার কারিগর’ মনু মিয়া


প্রকাশ :

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ‘শেষ ঠিকানার কারিগর’ হিসেবে পরিচিত কিশোরগঞ্জের মনু মিয়া। দীর্ঘ জীবনে বিনা পারিশ্রমিকে তিন হাজারের বেশি কবর খুঁড়ে অসংখ্য মানুষকে শেষ বিদায়ে সহায়তা করেছিলেন এই নিঃস্বার্থ মানুষটি।

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মো. মনু মিয়া (৬৭)। বিষয়টি নিশ্চিত করেছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর।

প্রায় অর্ধশত বছর ধরে এলাকার বিভিন্ন গ্রামে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করতেন মনু মিয়া। এ কাজের জন্য তিনি নিজের ব্যবসা বন্ধ করে সময়মতো উপস্থিত হতে একসময় কিনেছিলেন একটি ঘোড়া। সেই ঘোড়ার পিঠে চড়ে পৌঁছে যেতেন মৃত ব্যক্তির বাড়িতে—এ যেন মৃত্যুর সেবায় এক মহৎ যাত্রা।

এলাকার সন্তান ও ঢাকায় কর্মরত আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা জানান, কিছুদিন আগে অসুস্থ হয়ে মনু মিয়া হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় দুর্বৃত্তরা হত্যা করে তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

রোকন রেজা বলেন, “আমি হাসপাতালে গিয়ে তাকে বলেছিলাম, অনেকে নতুন ঘোড়া কিনে দিতে চায়। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করার জন্য। মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না।’”

প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর জানান, “ঘোড়াটির মৃত্যুর পর থেকেই মনু মিয়া আরও দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আর আগের মতো হয়ে উঠতে পারেননি। তাঁর মৃত্যুতে আমরা একজন মহান, নিঃস্বার্থ মানুষকে হারালাম।”

স্থানীয়রা জানান, মনু মিয়া ছিলেন শুধু একজন কবর খননকারী নয়, মানবিকতার প্রতীক। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে দেখা যাচ্ছে শোক আর শ্রদ্ধার বন্যা।

তারা বলেন, মৃত্যুর পরেও বহু মানুষের দোয়া, ভালোবাসা ও স্মৃতিতে বেঁচে থাকবেন এই মহানুভব মানুষটি—‘শেষ ঠিকানার কারিগর’ মনু মিয়া।