বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লালমনিরহাট জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলটির কেন্দ্রীয় সভাপতি এস. এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার এই কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত আংশিক কমিটিতে মো. আব্দুস ছাত্তারকে আহ্বায়ক, মো. মিঠুল সরকার মিঠুকে সদস্য সচিব এবং মো. এরশাদুল হক আসাদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আংশিক কমিটি আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেবে।
স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং আশা করেছেন, এ কমিটির নেতৃত্বে জেলার সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।