বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে রথযাত্রায় নারী চোরচক্রের ৫ সদস্য আটক


প্রকাশ :

লালমনিরহাটে রাধা গিরিধারী ইসকন মন্দিরের রথযাত্রা মহোৎসবে হিন্দু নারীর বেশ ধরে প্রবেশ করে একটি নারী চোরচক্র। শাখা ও সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বী নারীর ছদ্মবেশে তারা ভিড়ের মধ্যে স্বর্ণালংকার ও টাকা-পয়সা চুরি করতে এসেছিল। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে যায় তারা।

শুক্রবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাট সদরের ওই মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচরণে অসঙ্গতি দেখা দিলে ভক্তদের সন্দেহ হয়। পরে পাঁচ নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক নারীরা সবাই ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কলতাপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন—লিপি আক্তার, রোসা খাতুন, বুশ নাহার, শিল্পী এবং রেজিনা খাতুন।

জেলা ইসকন সভাপতি মহাকৃষ্ণ প্রেমদাস জানান, আটক নারীরা হিন্দু নারীর বেশে মন্দির এলাকায় প্রবেশ করে চুরির উদ্দেশ্যে নারীদের সঙ্গে মিশে গিয়েছিল। তিনি আরও বলেন, গত বছরেও এমন একটি চক্রকে ধরিয়ে দেওয়া হয়েছিল।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।