রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রংপুর নগরীর বাসিন্দা ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ইনচাজর্ লতিফুল ইসলাম।
তিনি জানান, গত ৩ মাস ধরে জ্বরে ভূগছিলেন ওই রোগী। ২৫ জুন দুপুর ১টায় তিনি জ্বর, শ্বাস কষ্টনিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। করোনা সন্দেহে চিকিৎসকরা তার নমুনা নিয়ে পরীক্ষা করেন।এতে ওই ব্যক্তি করোনা পজেটিভ হলে চিকিৎসকরা তাকে করোনা ইউনিটে স্থানান্তর করে।বর্তমানে ওই রোগী ভাল আছেন বলে জানান করোনা ইউনিটের ইনচার্জ লতিফুল ইসলাম।