লালমনিরহাটের কালীগঞ্জে এগ্রিকারলচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রশন ও এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের আওতায়২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি বিভাগ রংপুর অঞ্চল এর উপপরিচালক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিল লালমনিরহাট কৃষি সম্প্রসারণ এর উপপরিচালক ড. সাইখুল আরেফিন। কংগ্রেসে সচতন নারী- পুরুষ কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ছাত্র, যুবকসহ সরকারি দপ্তরের একাধিক কর্মকর্তা অংশ গ্রহন করেন।
উপজেলা কৃষি অফিস জানান-
আধুনিক কৃষি ব্যবস্থায় নারী কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধি, কম খরচে বিশ্বমানের ফল- ফসল উৎপাদনে প্রশিক্ষণ - পরামর্শ প্রদানের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কৃষক, সৌখিন কৃষকদের অংশগ্রহণে ৭টি করে ‘পার্টনাট ফিল্ড স্কুল কংগ্রেস’ বা পি এফ এস ইউনিটের মাধ্যমে কৃষক পর্যায়ে সক্রিয়তা ও সচেতনতা বৃদ্ধি এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য।
কৃষিতে আধুনিক তথ্য-প্রযুক্তি বিষয়ে তুলনামূলক সচেতন বিশেষ করে নারী সৌখিন কৃষকদের অধিক সম্পৃক্ততা ও স্বল্প ব্যয়ে কৃষিতে উৎপাদিত ফল ও শষ্য বিশ্বমানের স্বাস্থ্যসম্মত মান বজায় রেখে বিপননে আর্থিক সমৃদ্ধি আনায়নে ইউনিয়ন পর্যায়ে ৭ টি করে প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রকল্পের কার্যক্রম, করণীয় ও প্রচার,কৃষকদের উন্নয়নের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়।