রংপুরের তারাগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পঁচা কলিজা, ফুসফুস, ভুড়িসহ প্রায় ৫৫ কেজি মাংস জব্দ করেছে।এসব মাংস ধ্বংস করার পাশাপাশি অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকির এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর ঘনিরামপুরের দৌলতপুর এলাকায় মোঃ জাহিদুল ইসলামের বাড়িতে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ইফতে খায়রুল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ অফিসের অনুমতি ও লাইসেন্স ছাড়াই গভীর রাতে অসুস্থ ছাগল ও ভেড়া জবাই করে বিভিন্ন জেলার নামিদামি হোটেলে সরবরাহ করতেন। রাত ২টা থেকে ৫টা পর্যন্ত অতি অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত করা হতো।অভিযানে প্রায় ৩০ কেজি পঁচা কলিজা, ফুসফুস, মাথা এবং ২৫ কেজি পঁচা ভুড়ি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর আওতায় জাহিদুল ইসলামকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের কাজ না করে সেজন্য সতর্ক করা হয়েছে।