বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে মাদকবিরোধী সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন ও উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা প্রফিট ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ জানান, “মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এ কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছে। লিফলেট বিতরণ, উঠান বৈঠক, বিলবোর্ড স্থাপনসহ নানা উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং ভবিষ্যতেও আরও ব্যাপক পরিসরে তা অব্যাহত থাকবে।”

ক্যাম্পেইনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মোছাঃ এসমোতারা বেগম, আইটি অফিসার মোঃ শাহাবুর আলম সুমন এবং স্বেচ্ছাসেবক মুন্নি আক্তার প্রমুখ।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।