বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে সুষ্ঠু ও শান্তি পূর্নভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু


প্রকাশ :

রংপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে এইচএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৮ উপজেলায় ৭০টি কেন্দ্রে প্রায় ৩৩ হাজার পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছে। এর মধ্যে ৪১টি কেন্দ্রে এইচএসসিতে ২৪ হাজার ২৬৩ জন, ১০টি কেন্দ্রে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় ১ হাজার ৯৩৫ জন এবং ১৯ টি কেন্দ্রে কারীগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল ও ব্যবসাব্যবস্থাপনা বিএম পরীক্ষায় ৬ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী রয়েছে। 

বৃহস্পতিবার (২৬ জুন)সকালে রংপুর সরকারী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় তিনি কেন্দ্র পরিদর্শনকরে দায়িত্বরত শিক্ষকদের সাথে কথা বলেন। এদিকে রংপুর জেলার প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরিদর্শন করেছেন। 

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, রংপুর জেলায় ৭০টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া কারগারে দু’জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। বিগত এসএসসি পরীক্ষায় যে সমস্ত কেন্দ্রে অনিয়ম হয়েছে, সেখানে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। এইচএসসি পরীক্ষায় আমরা আরও বেশি সতর্ক রয়েছি।