বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ধরলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


প্রকাশ :

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সকাল ১০টা ৪৬ মিনিটে স্থানীয় বাসিন্দা মো. আশরাফুল ইসলাম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে নদীতে একটি মরদেহ ভাসতে দেখার তথ্য দেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় মুখমণ্ডল ও দেহের গঠন দেখে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধর্মীয় দিক থেকে তিনি মুসলমান হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাদল কুমার রায় বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।”

পুলিশ প্রাথমিকভাবে এটি নিখোঁজ অথবা পানিতে ডুবে মৃত্যুর ঘটনা হিসেবে বিবেচনা করছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।