বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রমেক হাসপাতালে রোগীর শরীরে টিটেনাস, আইসিইউ বন্ধ


প্রকাশ :

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় রমেক হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে এক রোগীর শরীরে টিটেনাস সংক্রমণ হওয়ায় অন্যান্য রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। সংক্রমণ রোগীকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ সময় হাসপাতালের আইসিইউ সেবা বন্ধ রয়েছে। এ ঘটনা জানাজানির পর হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে আইসিইউ এর ইনচার্জ ডা. এ বিএম মারুফ হাসান জানান, আইসিইউ জীবাণুমুক্ত করে আবারও চালু করা হবে। ওয়ার্ড জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত নতুন আইসিইউতে সেবা চলবে রোগীদের।

ডিউটিরত চিকিৎসক ডা. আব্দুল্লাহেল বারী জানান, আইসিইউতে ৯ বেডের মধ্যে ৯ বেডেই রোগী থাকে। এরমধ্যে সেমাবার দুপুরে একজনের মধ্যে টিটেনাস শনাক্ত হয়। এর আগে সার্জারি ওয়ার্ডে থেকে রোগীটি সরাসরি আইসিইউতে ভর্তি হয়। অন্য রোগীদের করোনার জন্য প্রস্তুত রাখা আইসিইউ বেডে নেওয়া হয়েছে। আর যাদের অবস্থা একটু ভালো তাদের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আইসিইউ ওয়ার্ড মঙ্গলবারের মধ্যে জীবাণুমুক্ত হবে বলে আশা করছি। এরপর আবারও রোগী ভর্তি করা হবে। ওয়ার্ড জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত করোনার জন্য তৈরি করা আইসিইউতে রোগীদের সেবা চলবে ।