বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

চাঁদাবাজি করে ধরা স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার


প্রকাশ :

জামালপুরে চাঁদাবাজির নগদ টাকাসহ যৌথবাহিনীর হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিবকে (৩৫) বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (২২ জুন) দিবাগত রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার।

হাবিবুর রহমান জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।

তাকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর শহর শাখার সদস্য মো. হাবিবুর রহমান হাবিব দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় এবং সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক মো. হাবিবুর রহমান হাবিবকে শহরের সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার জানান, গত শনিবার হাবিবুর রহমানের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হয়। পরে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক হাবিবুর রহমান হাবিবকে পদ থেকে বহিষ্কার করা হয়।

এর আগে, জামালপুর পৌর শহরের শাহাপুর এলাকার নজরুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী নজরুল ইসলাম এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। নজরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের শাহাপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অভিযান চালায়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমানকে চাঁদাবাজির নগদ ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করে আদালতে পাঠায় পুলিশ। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।