বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ঢাকায় ফ্ল্যাট ও দোকান দিচ্ছে ভিলেজ ল্যান্ডমার্ক


প্রকাশ :

ঢাকায় স্বল্প খরচে ফ্ল্যাট ও দোকানের মালিক হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে ভিলেজ ল্যান্ডমার্ক লিমিটেড। ২০১৮ সাল থেকে রাজধানীর পশ্চিম উত্তরা, বিরুলিয়ায় ‘কম খরচে শেয়ারে নিজের বাড়ি নিজে করি’ এই লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। প্রতিষ্ঠানটি এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেন, তারা মধ্যবিত্ত পরিবারের জন্য প্রায় ৪০ শতাংশ কম খরচে নিজস্ব ফ্ল্যাট ও দোকান নির্মাণ করে দিচ্ছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলমগীর হোসেন মিনু এবং ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন  প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, তারা ইতোমধ্যে ৬টি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছেন। এরই ধারাবাহিকতায় এবার ৭ম প্রকল্প ‘ভিলেজ প্লাজা’ নির্মাণে হাত দিয়েছেন। এটি হবে একটি ১১ তলা বিশিষ্ট বাণিজ্যিক ও আবাসিক কমপ্লেক্স, যা নির্মিত হবে প্রস্তাবিত ১২০ ফুট প্রশস্ত মেইন রোড-সংলগ্ন ২৮ কাঠা জমির ওপর।

ভবনের গঠন ও সুবিধাসমূহের মধ্যে থাকছে, বেসমেন্টে কার পার্কিং সুবিধা, প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত থাকছে ১২৮টি দোকানসহ একটি আধুনিক শপিং মল, চতুর্থ থেকে একাদশ তলা পর্যন্ত ১২৮টি আবাসিক ফ্ল্যাট।

তারা আরো জানন, প্রতি শেয়ারে থাকছে ৯৮০ স্কয়ারফিটের একটি ৩ রুমের ফ্ল্যাট এবং ২৪৪ স্কয়ারফিটের একটি দোকান। বড় শেয়ারে থাকছে ১৯৬০ স্কয়ারফিটের একটি ৫ রুমের ফ্ল্যাট ও ২৪৪ স্কয়ারফিটের দুটি দোকান।

প্রতিটি ইউনিট নির্মাণে ব্যয় হবে মাত্র প্রতি স্কয়ারফিট ২০০০ টাকা, যা বাজারদরের তুলনায় অনেকটাই সাশ্রয়ী। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ১২৮টি শেয়ারের মধ্যে ৬৮টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছে এবং সাবকাবলা দলিলের মাধ্যমে জমির মালিকানা হস্তান্তরও করেছে।

একটি ব্যতিক্রমী দিক হলো—এই প্রকল্পে আগাম কোনো টাকা নেওয়া হয় না। বরং, জমির দলিল বুঝে পাওয়ার পরই অর্থ নেওয়া হয়, যা ক্রেতাদের জন্য একটি বাড়তি আস্থার জায়গা তৈরি করেছে।

প্রকল্পটি অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষানগরীতে। পাশেই রয়েছে সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, যার মধ্যে উল্লেখযোগ্য ক্যাম্পাসগুলো হল, ব্র‍্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ফয়জউল্লাহ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও কলেজ। 

ভবিষ্যতের বিনিয়োগ বা বসবাসের জন্য এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় স্থানে গড়ে উঠছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। (প্রেস বিজ্ঞপ্তি)