রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের অবসর প্রাপ্ত শিক্ষকদের নিয়ে মিলন মেলা করেছে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার (২১ জুন) সন্ধ্যায় নগরীর একটি হোটেল মিলনায়তনে কেক কেটে মিলন মেলার উদ্বোধন করা হয়।
প্রাক্তন শিক্ষার্থী তাহমিনা শিরিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক অধ্যাপক রেজাউল করিম, রায়হানা সালাম, মোর্শেদা বেগম, সাহানা বেগম, আজিজুল ইসলাম,মুন্নুজান বেগমএবং প্রাক্তন শিক্ষার্থী মাহবুবা আরা বেগম লিনা। এ সময় ১৯৭৬ সাল থেকে ২০২৫ সালের শিক্ষার্থীরা কলেজে অধ্যয়ন কালীন স্মৃতি রোমন্থন করেন। অনুষ্ঠানে সরকারী বেগম রোকেয়া কলেজের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্লাটফর্ম গঠন করে রংপুরের উন্নয়নে কাজ করার কথা ব্যক্ত করা হয়।