গত ৯ মাসে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত রংপুরকে এক নম্বর জেলা হিসেবে প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টা ও রংপুর সিটিকর্পোরেশনের প্রশাসকের কাছে ৭২ ঘন্টার মধ্যে জবাব চেয়েছে রংপুরের সম্মিলিত ছাত্র-জনতার প্লাটফর্ম।
রবিবার (২২ জুন) দুপুরে নগরীর সাহিত্য পরিষদ হল রুমে সংবাদ সম্মেলন করে সংগঠনের সভাপতি সামিই বনে অম্বর ও সাধারণ সম্পাদক সিয়াম আহসান আয়ান জানান, রংপুরের উন্নয়নে ১৮ দফা দাবী পেশ করেছে সম্মিলিত ছাত্র-জনতার প্লাটফর্ম। নতুন বাংলাদেশে নাগরিকদের প্রত্যাশা সকল স্থানে সুষম উন্নয়ন ও কর্মসংস্থান হবে। বিগত রাজনৈতিক সরকারের মত দেশে কোন বৈষম্য থাকবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রংপুরসহ রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের সাথে বৈষম্য করা হচ্ছে। চট্টগ্রামের জন্য বিশাল বরাদ্দ দেয়া হলেও তার ছিটেফোটা নেই উত্তরাঞ্চলে।
তারা বলেন, বিগত সময়ে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা চাওয়া হলে প্রধান উপদেষ্টা নিজেকে রংপুরের সন্তান বলেছিলেন। তিনি রংপুরকে এক নম্বর জেলা হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিগত ৯ মাসে সেই প্রতিশ্রুতির কোন বাস্তবায়ন দেখা যায়নি। চীনা হাসপাতাল, রংপুর বিভাগীয় স্টেডিয়াম, আন্তর্জাতিক বিমান বন্দরসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম রংপুর থেকে সরিয়ে নেয়া হচ্ছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে রংপুরের উন্নয়নের বিষয়ে প্রধান উপদেষ্টার অবস্থান স্পষ্ট করতে হবে। সেই সাথে রংপুর সিটিকর্পোরেশন এলাকায় বরাদ্দ বঞ্চনার জন্য সিটিকর্পোরেশনের প্রশাসককেও একই সময়ের মধ্যে জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে রংপুরের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সেই সাথে আগামী ২ জুলাই জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন অংশীজনদের অংশ গ্রহণে রংপুরের উন্নয়ন নিয়ে সমাবেশ করা হবে বলে জানান নেতৃবৃন্দরা।