রংপুরে ২৫ তম নারী ট্রেইনিরিক্রুট কনস্টেবল-টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ হয়েছে। রবিবার (২২ জুন) সকালে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে সকালে ৪৫৮ জন প্রশিক্ষনার্থী এতে অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডিশনাল আইজিপি আকরাম হোসেন প্রশিক্ষনার্থীদের অভিবাদন গ্রহণ ওকুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে মাঠ বিষয়ে শ্রেষ্ঠ ফাবিয়া খাতুন, মাস কেট্রি বিষয়ে নাবিলা সামাদ, একাডেমিক বিষয়ে ছোনিয়া তাসরিন এবং সকল বিষয়ে শ্রেষ্ঠ সানজিদা আক্তারের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট আমিনুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
অ্যাডিশনাল আইজিপি আকরাম হোসেনবলেন, পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, দূর্যোগ ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ সামাজিক সুরক্ষায় কাজ করে। প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ সদস্যরা নব উদ্দীপনায় জাগ্রত হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।