বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে এক সপ্তাহেও খোঁজ মেলেনি মাদরাসা্র ছাত্র মিরাজ বাবুর


প্রকাশ :

এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি  হাফিজিয়া মাদরাসা পড়ুয়া  ছাত্র মিরাজ বাবুর (১৪)।  নিখোঁজ মিরাজ বাবু লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দঃঘনেশ্যাম গ্রামের সামিউল ইসলামের ছেলে।  তার মায়ের নাম মরিয়ম বেগম। তিনি রংপুরের তাতিপাড়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

তার পরিবারের সদস্যরা জানান, গত ১৮ জুন  বিকেলে  বাড়ি  থেকে নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি মিরাজ বাবু। তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তার খোঁজে মাইকিং করা হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি।

বাসা থেকে বের হওয়ার সময় রাফির পরনে ছিলো পাজামা ও  সাদা পানঞ্জাবী। তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা ৫,৩" ইঞ্চি ।


উল্লেখ্য সে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে ০৫ পারা মুখস্থ করার পরও মাদ্রাসা যাইতে অনীহা প্রকাশ করে। এ ব্যাপারে ২০ জুন কালীগঞ্জ থানায়  একটি সাধারণ ডায়েরি  করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে বিষয়টি আমরা তদন্ত করছি। ছেলেটিকে উদ্ধারে আমরা সার্বিক চেষ্টা করে যাচ্ছি ।

নিখোঁজ মিরাজ বাবুর সন্ধান পেয়ে থাকলে তার বাবার মোবাইল নম্বর ০১৮৮৩৩২৮১১০। ভাই 01751439840  যোগাযোগের অনুরোধ করা হয়েছে।