বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে দুদকের মামলায় কারাগারে সাবেক এমপি নুর মোহাম্মদ মন্ডল


প্রকাশ :

রংপুরে সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডকে দুদকের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন সিনিয়র স্পেশাল জজ আদালত। নুর মোহাম্মদ মন্ডল জেলার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য। দেশের তিনটি বড় রাজনৈতিক দলের আমলে সুযোগ নিয়ে অঢেল সম্পদ গড়েছেন।দুুদকের আইনজীবী একেএম হারুন উর রশীদ জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক ফজলে খোদা মোঃ নাজির এই আদেশ দেন।

নুর মোহাম্মদ মন্ডল জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে দুইবার এমপি এবং তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।  বারবার দল পরিবর্তন করায় পীরগঞ্জের মানুষ তাকে ‘ডিগবাজিখ্যাত’ নেতা ডেকে থাকেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুর থেকে ২০২০ সালে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করায় একটি মামলা করে।

এরআগে, চলতি বছরের ৯ মার্চ দুদক আইনে অবৈধ সম্পদ অর্জনের মামলায় নুর মোহাম্মদ মন্ডলের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ, তার মালিকানাধীন বিনোদন কেন্দ্র আনন্দ নগরসহ ৩হাজার ১‘শ ৩০.৭৩ একর জমি এবং আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেন আদালত। দুদকের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রংপুর সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন এই আবেদন করেন।

প্রসঙ্গত,নুর মোহাম্মদ মন্ডল ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাসুর অধ্যাপক আব্দুল ওয়াহেদ কানু মিয়াকে পরাজিত করেন। এরপর ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে পরাজিত করে আবারও জাপার লাঙ্গল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে শেখ হাসিনার কাছে হেরে যান। ২০১৪ সালে শেখ হাসিনার ভাসুরপুত্র একেএম ছায়াদত হোসেন বকুলকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে বিএনপি ত্যাগ করে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়লাভ করেন নুর মোহাম্মদ মন্ডল।

অপরদিকে,ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে অন্যদের মতো নুর মোহাম্মদ মন্ডল আত্মগোপনে চলে যান।অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন, নিপীড়ন, নির্যাতন ও হত্যাকান্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থায়ন করেন সাবেক এই সংসদ সদস্য। তার নামে একাধিক মামলাও রয়েছে বলে জানাগেছে।