"স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃংখল ছিঁড়ে - এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুুকে জ্বালি" এই প্রতিপাদ্যে লালমনিরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিশুশ্রম কল্যাণ কেন্দ্র লালমনিরহাটের আয়োজনে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালীতে সরকারি শিশু পরিবারের শিশু শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ অংশ গ্রহণ করে।
পরে লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের হলরুমে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আফরোজা খাতুনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, সিভিল সার্জন ডাঃ আব্দুল হামিদ, শ্রম পরিদর্শক জুলফিকার আলি, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মোঃ রেনায়েল আলম, জেলা শ্রম কল্যাণ কেন্দ্রের শ্রম কল্যাণ সংগঠক আতিকুর রহমান ও অফিস সহকারী মোকছেদুল ইসলাম প্রমুখ।