বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

উত্তরবঙ্গের তিস্তা তীরবর্তী জেলাসমূহের উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে: আসিফ মাহমুদ


প্রকাশ :

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া বলেছেন, উত্তরবঙ্গের উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে। তিস্তার তীরবর্তী পাঁচটি জেলার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আবাসন প্রকল্পের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুম "কৃষ্ণচুড়া"-তে সারাদেশে ৪৪টি উপজেলা পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর উদ্বোধনের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ বলেন, উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় শিক্ষার হার এখনো জাতীয় শিক্ষার হারের চেয়েও  কম। তাছাড়াও কৃষি নির্ভর হওয়ার পরেও দূরত্বের কারণে সঠিক মূল্য পায়না কৃষকরা। তাই কৃষিপণ্য যাতে সঠিক মূল্য পায় সেজন্য রাস্তাঘাট নির্মাণ করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায়, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবেদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ নেওয়াজ প্রমুখ।