রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়।,মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে ৪‘শটি করোনা শনাক্তকরণ কিট সরবরাহ করা হয়েছে। ধাপে ধাপে বিভাগের অন্যান্য হাসপাতালেও পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। তবে এখন পর্যন্ত আরটি-পিসিআর মেশিনের মাধ্যমে নমুনা বিশ্লেষণ চালু হয়নি।বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক মোঃ ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ওয়াজেদ আলী বলেন, আরটি-পিসিআর চালু করতে আরও কিছু সময় লাগবে। কিটের মেয়াদ ও সরবরাহ সীমিত হওয়ায় ঢাকা থেকে অগ্রাধিকারে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করছে।রংপুর মেডিকেল কলেজের পিসিআর মেশিন এখনো ক্যালিব্রেটেড নয়, সে কারণে সেখানে এখনো পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি। মেশিনটি ক্যালিব্রেটেড হলে সেখানেও পূর্ণমাত্রায় পরীক্ষা চালু হবে। এটি টেকনিক্যাল বিষয়।আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমাদের সক্ষমতা রয়েছে। এখন পর্যন্ত রংপুর বিভাগে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
রংপুর জেলার সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা বলেন, করোনার সংক্রমণ বাড়লেও জনগণকে আতঙ্কিত হওয়া যাবে না। আক্রান্ত রোগীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। আমরা আগেও করোনা মোকাবিলা করেছি শুধু সচেতন থাকতে হবে। বিভিন্ন মাধ্যমে এ নিয়ে সচেতনতামূলক প্রচারণা চলছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ অক্টোবর থেকে রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার শূন্যের কোঠায় নেমে আসতে থাকে। প্রায় তিন বছর ধরে এ অঞ্চলে করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় রয়েছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ১০টি বেড প্রস্তুতের কাজ চলছে। আইসিইউ বেড প্রয়োজন হলে হাসপাতালেই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।