বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে হামলা, আহত-১


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার  দলগ্রাম বাজারে পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মেহেদি হাসান(২৮) নামে এক যুবক আহত হয়েছেন।মেহেদী হাসান দলগ্রাম ইউনিয়নের (৭নং ওয়ার্ড) শ্রীখাতা গ্রামের হামিদুল ইসলামের পুত্র।  এ ব্যাপারে মেহেদি হাসান ৩ জন কে আসামি করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

পারিবারিক সুত্রে জানা গেছে,বিগত দিন থেকে পারিবারিক সম্পত্তি নিয়ে মেহেদীর পরিবারের সাথে একই এলাকার  মৃত মফিজুল ইসলামের পুত্র মিলন মিয়া (৫০) জাকির হোসেন ( ৪৫)  ও নয়ন মিয়া (৪২) এর বিরোধ চলছে।সেই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে। 

 অভিযোগ সূত্রে জানা গেছে, ৯ জুন সোমবার রাত ১১ঃ৩০ ঘটিকায় সময়  দলগ্রাম বাজারের রমজান স্টোরে মেহেদী চা খাওয়া কালীন সময়ে উল্লেখিত ৩ জন পরিকল্পনামাফিক তার সামনে এসে অশ্লীল ভাষায়  গালিগালাজ করতে থাকে, এ নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডতার সৃষ্টি হলে প্রতিপক্ষরা বাশের লাঠি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মার শুরু করে। মেহেদী মাটিতে পড়ে যায় । এমতাবস্থায় তাদের চিল্লাচিল্লি শুনে স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষরা পরবর্তীতে দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। 

পরবর্তীতে মোঃ রমজান আলী,ফরিদুল ইসলাম,মেহেদী কে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। ভর্তি রেজিঃনম্বর ১৩০৯২/০১।

এ ব্যাপারে দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন "মেহেদী হাসানকে ওরা ৩ জন মিলে বাজারে মারধর করেছে ঘটনা সত্যি। দুই পক্ষ আমার কাছে এসেছিলো মিমাংসার জন্য। কিন্তু তাদের মতের মিল না হওয়ার মিমাংসায় বসা হচ্ছে না"।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।