বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার


প্রকাশ :

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন (৪৫)-এর মরদেহ উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সুজন গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে এই দাবিকে অস্বীকার করেছে নিহতের পরিবার।

রোববার (১৫ জুন) সকাল ১১টা ৪০ মিনিটে কারারক্ষীরা সুজনকে গলায় গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রোকসানা রহমান বলেন, “আমার স্বামী সুস্থ ছিলেন। তার সঙ্গে থাকা বন্দীরাও জানিয়েছে, তিনি স্বাভাবিক ছিলেন। একজন সুস্থ মানুষ হঠাৎ করে কীভাবে আত্মহত্যা করতে পারে?”

তবে নিহতের পরিবারের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার। তিনি বলেন, “ঘটনার সময় সুজন সূর্যমুখী ভবনের একটি কক্ষে ছিলেন। তার সঙ্গে আরও দুই বন্দী ছিলেন। একজন সকালেই আদালতে পাঠানো হয় এবং অন্যজন তখন ঘুমাচ্ছিলেন। এ সময় সুজন জানালার সঙ্গে গামছা ঝুলিয়ে আত্মহত্যা করেন। ঘুমন্ত বন্দী চিৎকার করলে কারারক্ষীরা দ্রুত এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

তিনি আরও বলেন, “দিনের বেলা বন্দীরা স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। কারাগারের মতো একটি সুরক্ষিত স্থানে ভিন্ন কোনো ঘটনা ঘটার সুযোগ নেই। পরিবারের দেওয়া তথ্য বিভ্রান্তিকর।”

জানা গেছে, সাইদুর রহমান সুজন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া ও গুলি চালানোর ঘটনায় দেশব্যাপী আলোচিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তাকে অস্ত্র হাতে গুলি ছুড়তে দেখা গেছে।

এরপর তিনি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আত্মগোপনে চলে যান। চলতি বছরের ২০ জানুয়ারি রাজধানীর উত্তরা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা ছাড়াও সাভারের আলোচিত ইয়ামিন হত্যা মামলা, জমি দখল ও এলাকায় আধিপত্য বিস্তারের মতো ১৫টি মামলা রয়েছে।