বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরোনোর সাথেই জেল গেটে ফের ছাত্রলীগ নেতাকে গ্রেফতার


প্রকাশ :

রংপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক মহানগর সভাপতি শফিয়ার রহমান স্বাধীন জামিনে মুক্তি পাওয়ার পরেই কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক(জেলগেট) থেকে  গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ওসি শুক্কুর আলী বলেন,শফিয়ার রহমান স্বাধীনের বিরুদ্ধে থাকা মামলায় রবিবার (১৫ জুন) রাতে জামিনে মুক্তি পাওয়ার পর কারাগারের সামনে থেকেই আবারও তাকে গ্রেফতার করা হয়। 

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রজনতার উপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় করা একটি মামলায় শফিয়ার রহমান স্বাধীনকে চলতি বছরের ২৪ মার্চ পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। সম্প্রতি এই মামলায় আদালত থেকে জামিন পান । জামিনের আদেশনামা রংপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে রবিবার রাত ৮টার দিকে কারাগার থেকে বের হওয়ার সাথেই জেলের প্রধান ফটকের সামনে তাকে পুলিশ গ্রেফতার করে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। 

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি শুক্কুর আলী জানা, ছাত্রলীগ নেতা স্বাধীনকে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।