বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


প্রকাশ :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু—ইব্রাহীম আলী (৮) ও তাবাসসুম (৯)—পরস্পরের মামাতো-ফুফাতো ভাইবোন। ইব্রাহীম ওই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, ইব্রাহীম, তাবাসসুম ও আল-আমিনের ছেলে মাহাবুর রহমান (১০) মিলে বাড়ির পাশের ফুলকুমার নদে ছোট জাল দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে হাবুডুবু খেতে থাকে। এসময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে মাহাবুরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও বাকি দু’জন পানিতে তলিয়ে যায়।

পরে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তাবাসসুম এবং আরও এক ঘণ্টা পর ইব্রাহীমকে উদ্ধার করা হয়। তাদেরকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন বলেন, “সকালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমরা সবাই শোকাহত।”

রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল জানান, “আমি নিজে ঘটনাস্থলে গিয়ে দেখেছি। তিনটি শিশু একসাথে নদে নামে। স্থানীয়রা একজনকে উদ্ধার করলেও বাকি দু’জনকে জীবিত রাখা সম্ভব হয়নি। এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা।”