বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে সাপের কামড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


প্রকাশ :

বিষধর সাপের কামড়ে বিষ্ণু চন্দ্র শীল(১৮) নামের  এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে। 

বিষ্ণু চন্দ্র লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুকুমার শীলের ভাগিনা। সে এবারে চাপারহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। 

গত ১৩ জুন শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১০ ঘটিকার সসয় প্রচন্ড গরম থাকায় বাড়ির গেটে তার মামাতো ভাইয়ের সাথে মোবাইলে গেম খেলছিল। এসময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে  অন্ধকারে নিজের অলক্ষে একটি বিষধর সাপ বিষ্ণুর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে কামড়ে ধরে।  তাৎক্ষনিক ঝটকা দিয়ে সাপটি ছাড়িয়ে নেয়। মোবাইলের লাইটের আলোতে সাপটি চলে যেতে দেখেছে বলে তার  স্বজনরা জানায়। চিৎকারে বাড়ির স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে পা থেকে রক্ত ঝরছিল দেখতে পায়।

 বিষ্ণুকে দ্রুত  কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

ছোটবেলা থেকেই বিষ্ণু তার মামার বাড়িতে থেকেই লেখাপড়া করতো।বিষ্ণুর বাবার নাম সুনীল চন্দ্র শীল ও মায়ের নাম বীনা রানী শীল। 

বিষ্ণুর মামা সুকুমার শীল জানায়, বিষ্ণুর মা বীনা রানী  প্রবাসে থাকেন।ছেলের  মৃত্যুর খবর শোনা মাত্রই পাগল প্রায়। শেষবারের মতো ছেলের মুখটি দেখার জন্য তিনি দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সে ক্ষেত্রে লাশের সৎকার করতে প্রায় ৩০ থেকে ৩৫ ঘন্টা সময় বিলম্ব হতে পারে। সে সময় পর্যন্ত লাশটি অক্ষত রাখতে ফ্রিজিং গাড়ির ব্যবস্থা চলছে। 

চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সাপের দংশনে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক বলেন, সাপের কামড়ে মৃতের ঘটনাটি শুনছি তবে পরিবারের পক্ষ থেকে এখনো  থানায় কোন তথ্য জানানো হয়নি।