বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গণ অধিকার পরিষদ সভাপতি'র গাড়ীতে বিএনপির হামলার প্রতিবাদে মশাল মিছিল


প্রকাশ :

পটুয়াখালী দশমিনা ও গলাচিপার বিভিন্ন স্থানে গণ অধিকার পরিষদ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক ও তাঁর সফরসঙ্গী নেতাকর্মীদের গাড়ী বহরে বিএনপি নেতা হাসান মামুনের সন্ত্রাসী বাহিনী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছে শত,শত নেতাকর্মী।

কুড়িগ্রাম গণ অধিকার পরিষদ নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজনে শুক্রবার রাত সাড়ে আট ঘটিকায় শাপলা চত্বর থেকে একটি মশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। 

বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এস.এম নুরে এরশাদ সিদ্দিকী বলেন,অতীত থেকে শিক্ষা নেন যদি এখনো শিক্ষা না নেন তাহলে শেখ হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে।শেখ হাসিনা তো পালাবার সময় পেয়েছে। আপনারা যদি ঠিক না হন তাহলে আপনারা পালাবার পথ পাবেন না।

মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের বিভাগীয় সম্বন্বয়ক আমিনুল ইসলাম আমিন,গণ অধিকার পরিষদের ভুমি ও গৃহায়ণ সম্পাদক সফিকুল ইসলাম মোল্লা কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ,সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ,উলিপুর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবু তানভীর সুমনসহ অন্যান্যরা।