সংস্কার কার্যক্রম যেন থমকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। শনিবার (১৪ জুন) ফেসবুকে এক স্ট্যাটাস পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেছেন।
ডা. তাসনিম জারা তার পোস্টে লেখেন, গত কয়েক সপ্তাহে নানা সময়ে মনে হয়েছে, সংস্কার কার্যক্রম যেন থমকে যাচ্ছে। ৫ আগস্টের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল, তা আদৌ বাস্তব হবে কি না, এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।’
তিনি আরও লেখেন, এই অনিশ্চয়তার ভেতরেও আজ সকাল ছয়টায় চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি দেয়ালে চোখ আটকে গেলো। দেয়ালে লেখা ছিল: ‘স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো’
এসময় এনসিপির এ জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আরও লেখেন, ‘জুলাইয়ের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া এমন দেওয়াললিখন ছিল সাহস আর সম্ভাবনার প্রতীক। সেই কথাগুলো আজ আবার মনে পড়লো। আশা অপেক্ষার বিষয় নয়, এটি টিকে থাকে মানুষের স্মৃতিতে, রাস্তায়, সংগ্রামে।
বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা জুলাই-এর সেই সময়কে ভুলে না যাই।’