বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মবের ভয়ে ‘সেল্ফ সেন্সরশিপে’ গণমাধ্যম: কামাল আহমেদ


প্রকাশ :

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সরকারি ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে গণমাধ্যমে সরাসরি হস্তক্ষেপ বন্ধ হলেও নতুন হুমকি হয়ে উঠেছে ‘মব প্রেশার’। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানান, এই ‘মব হুমকির’ কারণে গণমাধ্যমে আবারো ‘সেল্ফ সেন্সরশিপ’ ফিরে এসেছে।

ইনসাইড আউট-এর আলোচনায় তিনি বলেন, আগে সরকার বা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে শিরোনাম বদলাতে চাপ দেওয়া হতো, এখন সে প্রবণতা নেই। এটি একটি বড় পরিবর্তন হলেও, মবের ভয় এখন নতুন চ্যালেঞ্জ।

দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় থাকা কামাল আহমেদ আরও বলেন, সম্পাদকীয় স্বাধীনতা, মালিকের প্রভাব, সাংবাদিকদের চাকরির অনিশ্চয়তা ও গণমাধ্যমের স্বচ্ছতা নিয়ে এখনও নানা সংকট রয়ে গেছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক হত্যার শূন্য সংখ্যাকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।