রংপুরে শিশু ধর্ষনের চেষ্টা ওহত্যা মামলার আসামী বকুল মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৩ মে) রাত সোয়া ১০টার দিকে মিঠাপুকুর উপজেলার মরাহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বকুল মিয়া মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর গ্রামের নেছার উদ্দিনের ছেলে। বুধবার (১৪ মে) বিকেলে বকুল মিয়াকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করেছে র্যাব। এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
মামলার বরাতদিয়ে তিনি জানান, মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে শিশু আরেফিনা আক্তার (৭) প্রতিদিনের মত ১১ মে প্রতিবেশী ফজলু মিয়ার বাড়িতে খেলাধুলা করার জন্য যায়। এক পর্যায়ে বাড়ির মালিকসহ কয়েকজন সু-কৌশলে আরেফিনাকে ধর্ষণসহ গলা চেপে ধরে হত্যাকরে এবং ধারালো বাটাল দিয়ে মাথার বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত করে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় আরেফিনার বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলা করলে র্যাব ১৩ ছায়া তদন্ত শুরু করে। এরই এক পর্যায়ে মঙ্গলবার বজরুক সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে বকুল মিয়াকে গ্রেফতার করে র্যাব।