ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, তাদের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
নাছির বলেন, এই হত্যার দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর এড়াতে পারেন না। ভিসির অশোভন আচরণেরও নিন্দা জানান তিনি। তিনি দাবি করেন, গণতান্ত্রিক আন্দোলন দমাতেই ছাত্রদলকে টার্গেট করা হচ্ছে এবং সাম্য হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।
সাম্যের জানাজা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে। এর আগে সারাদেশে বিক্ষোভের ডাক দেয় ছাত্রদল। হত্যার ঘটনার পর মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।