শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

টাঙ্গাইলে হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ কর্মসূচি


প্রকাশ :

গতকাল সোমবার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাব চত্বরে হরিজন অধিকার আদায় সংগঠনের উদ্যোগে টাঙ্গাইলে হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সুরেশ বাসফোরের সভাপতিত্বে ও রাজু বাসফোরের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজা বাসফোর। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লিটন বাসফোর, শবরন বাসফোর, দিলিপ বাসফোর, দিপু বাসফোর, কানাই বাসফোরসহ আরও অনেকে।

বক্তারা বলেন, টাঙ্গাইল, জীবননগরসহ দেশের বিভিন্ন স্থানে হরিজন জনগোষ্ঠীকে অন্যায়ভাবে এবং জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে। দীর্ঘ প্রায় ২৫০ বছর ধরে এই জনগোষ্ঠী এসব এলাকায় বসবাস করছে। তারা অল্প বেতনে খুপরি ঘরে মানবেতর জীবনযাপন করছে। স্বল্প আয়ের কারণে তারা সন্তানদের যথাযথ শিক্ষা ও চিকিৎসা দিতে অক্ষম। এর মধ্যে উচ্ছেদ হলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে?

বক্তারা আরও বলেন, সংবিধান ও বিদ্যমান আইনে স্পষ্টভাবে বলা আছে, কোনো জনগোষ্ঠীকে উচ্ছেদ করার আগে অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাই তারা অবিলম্বে টাঙ্গাইল থানাপাড়া পুরাতন কলোনি ও জীবননগর হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান।

তারা ঘোষণা দেন, পুনর্বাসন ছাড়া দেশের কোথাও হরিজন কলোনি উচ্ছেদ করা যাবে না। একশ বছরের পুরনো জায়গায় বসবাসকারী হরিজনদের নামে জমির মালিকানা দলিল করে দেওয়ার দাবি জানানো হয়।

– হরিজন অধিকার আদায় সংগঠন