শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা


প্রকাশ :

 বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সিলেট বিভাগের চারটি জেলায় স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে গতকাল ৩০ এপ্রিল  পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুড়াউল উচ্চ বিদ্যালয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় ১২৪৫ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। উল্লেখিত ক্যাম্পেইনে মেডিসিন, শিশু, চর্মরোগ এবং চক্ষু বিশেষজ্ঞগন এই এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন। সিলেট বিভাগের অন্যান্য জেলা গুলোতেও ক্রমান্বয়ে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।  

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সিলেট অঞ্চলের  জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় এবং মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।