রংপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে ‘দ্বন্দ্বে কোন আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ শ্লোগানকে সামনে রেখে আদালত চত্ত্বরে বেলুন উড়িয়ে দিন ব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর একটি জনসচেতনতা মূলক র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা আইন গত সহায়তা কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মহানগর দায়রা জজ মশিউর রহমান খান, সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ, নারী নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হোসেন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুলকার নাইন, জেলা আইনজীবি সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, সেবা গ্রহীতা ফাতেমা খাতুন, হাফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তালমা প্রধান।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামের অনেক অস্বচ্ছল মানুষ মামলা লড়তে আইনজীবি নিয়োগ করতে পারেন না। ফলে আদালত পাড়ায় তাদের ঘোরাঘুরি করতে দেখা যায়। জেলা লিগ্যাল এইড কার্যালয়ের মাধ্যমে এসব অস্বচ্ছল মানুষদের বিনা মূল্যে আইনী সেবা প্রদান করা হচ্ছে। লিগ্যাল এইডের একটি বৃহৎ আইনজীবি প্যানেল তাদের আইনী সেবার জন্য নিয়োজিত রয়েছেন। সেই সাথে লিগ্যাল এইড আপোষ মিমাংসার মাধ্যমেও বিরোধ নিস্পত্তি করছেন। এতে করে সেবাগ্রহী তাদের হয়রানি, মামলা সংক্রান্ত ব্যয় থাকছেনা। আমরা চাই আইনজীবি সমিতির সকল আইনজীবি লিগ্যাল এইডের প্যানেল আইনজীবির মত কাজে এগিয়ে আসুক। আলোচনা সভায় সেরা প্যানেল আইনজীবি মতিয়ার রহমানকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া দিবস উপলক্ষে আদালত চত্ত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।