বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

‘সুষ্ঠু, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চায় জামায়াতে ইসলামী’


প্রকাশ :

জামায়াতে ইসলামী সুষ্ঠু, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। শনিবার (২৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্য এ কথা জানান তিনি।  

এর আগে সকাল সাড়ে ১০টায় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের প্রতিনিধি দল। 

সংলাপে জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এতে ঐক্যমত্য কমিশনের ৬ জন এবং জামায়াতের ৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

এদিন জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি। আমাদের এই সুযোগ যে বীর শহীদেরা তৈরি করে দিয়েছেন তাদের কাছে আমাদের ঋণ আছে। এই সুযোগ যেন কোনোভাবে হাতছাড়া হয়ে না যায়।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চায় জামায়াতে ইসলামী। এই ব্যাপারে আমরা ঐকমত্য আছে এবং এ ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।’