বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

প্রান্তিক রোগীদের চিকিৎসা,ঔষধ ও স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ করেছে 'জীবন খেয়া'


প্রকাশ :

বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিচালিত 'জীবন খেয়া' স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক  প্রান্তিক রোগীদের চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে। একই সাথে  মহিলা ও কিশোরীদের স্বাস্থ্যসেবা সচেতনতা লক্ষ্যে স্যানিট্যারী ন্যাপকিন সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে একদিনের কর্মসুচির আওতায় ৭ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় সেবাদান কেন্দ্রে অংশ নেন।তাঁরা অধিকাংশই চট্টগ্রামের উপজাতি আধিবাসী। এছাড়া, স্থানীয় ১০-১২জন শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসাবে দিনভর শ্রম দেন।

'জীবন খেয়া' সংগঠনের কো-অর্ডিনেটর আবু হাছানাত জানান, দেশের উত্তরাঞ্চল ও পার্বত্য অঞ্চলের প্রান্তিক নিম্নআয়ী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার উন্নয়নের  লক্ষ্যে তাঁরা কাজ করে যাচ্ছে । তিনি আরো জানান, ষ্টান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক ও বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বাস্থ্য সেবা ও সচেনতামূলক কর্মসূচি আগামী তিন বছর উত্তরাঞ্চলের জেলাগুলোতে পর্যায়ক্রমে চালু রাখার কথা জানিয়েছেন।

চিকিৎসা সেবা গ্রহিতাদের মাঝে বিনামূল্যে ঔষধ-পথ্য,প্রসূতি ও নারীদের স্যানিটারী ন্যাপকিন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

চক্ষুরোগীদের রোগ নির্নয় ও চশমা প্রদান করা হয়। এছাড়া, ল্যাব সার্ভিস,রক্তের গ্রুপ ও প্রাথমিক পরীক্ষা সমুহ ভ্রাম্যমান কেন্দ্রে করা হয়। জটিল পরীক্ষা সমুহের নমুনা সংগ্রহ করে উন্নত ল্যাব্রেটরীতে পরীক্ষার মাধ্যমে রোগীর ঠিকানায় তাহা পাঠিয়ে দেয়া হয় বলে জানান । এছাড়া,গরীব ও বয়ষ্কদের মাঝে বস্ত্র  বিতরণ করা হয়। এসব পণ্য সামগ্রী কাজী ফার্ম ও বসুন্ধরা গ্রুপ ডোনার করেন।

চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক রফিউদ্দৌলা রয়েল জানান, ইতিপূর্বে বহু ভ্রাম্যমান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু, এ ধরনের কর্মসূচি এ এলাকায় এটাই প্রথম। তিনি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বছরে অন্ততঃ দুই-তিনবার এ ধরনের কর্মসূচি করার জন্য কর্তৃপক্ষের বরাবরে অনুরোধ জানান।