বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ধরলা নদীতে ডুবে যাওয়ার একদিন পর শিশুর মরদেহ উদ্ধার


প্রকাশ :

লালমনিরহাট সদর উপজেলায় ধরলা নদীতে ডুবে এরফান আলী (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত এরফান সদর উপজেলার কর্ণপুর এলাকার সুজাত হোসেন দুলুর ছেলে। রবিবার বিকেলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ধরলা নদীর চরে খেলা করার সময় ব্যাপারীটারী যাওয়ার পথে শিশু এরফান নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পরদিন রবিবার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। একপর্যায়ে দুপুরে কুলাঘাট ইউনিয়নের খাড়ুয়া ঘাট এলাকায় ধরলা নদীতে এরফানের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।