কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্বপাড়ে অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। ১৫ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর-এর একটি দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বগুড়ার শিবগঞ্জের সেকুল হাওলাদার (৪০) এবং কুড়িগ্রামের রাজারহাটের আঃ আলীম (২৮)। তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।র্যাব জানায়, অভিযানে ট্রাক তল্লাশি করে গাঁজার বড় চালানটি উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।