বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারি থানা এলাকায় অভিযান চালিয়ে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।


র‌্যাব সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৫ এপ্রিল রাতে র‌্যাব-১৩, সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন ১ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর বাজার এলাকায় অভিযানে নামেন র‌্যাব সদস্যরা।


অভিযানের সময় ধৃত আসামির বাড়ির সদর দরজার সামনে কাঁচা রাস্তার ওপর তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে র‌্যাব সদস্যরা ১৮৩ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেন। এসময় মাদক ব্যবসায়ী মোঃ মিরন ব্যাপারী ওরফে চৌধুরী (৩১), পিতা-মৃত মহাসিন আলী, মাতা-মর্জিনা বেগম, সাং-১নং দুর্গাপুর ইউনিয়ন, ৩নং ওয়ার্ড, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাট — তাকে গ্রেফতার করা হয়।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  র‌্যাব-১৩ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।